আলতা রঙের ভালবাসা
0
বৃষ্টি ভেজা বারান্দায়
অলস মনে বসে আছে একজন
নগ্ন পায়ের আলতা, বৃষ্টির জলে রক্তক্ষরণ
তার লাল ভিজে শাড়ি থেকে চুয়ে পড়ছে ভালবাসা
কারো তৃষ্ণার্ত ভালবাসার অধর ছুঁতে
সে উন্মাদ-উপোষী,
তার পৃথিবীর বাতাসের সবটুকু জুড়ে শুধুই
ভালবাসার ফিসফিস গুঞ্জন
পতঙ্গ হয়ে সে পুড়ে মরতে চাই তোমার ভালবাসা-যন্ত্রণার আগুনে
হাজার বছরের অপেক্ষা তার সে পুড়ে মরবে তোমার আগুনে
তুমি কি ভালোবাসো না তার শরীরের অন্ধকার?
যেখানে লুকিয়ে থাকে সকল প্রেমিকের ভালবাসা
একবার হাত বারাও,হাতে হাত রাখো
চুম্বনে চুম্বনে ঢেকে দাও তার সকল অভিমান
তোমার ছোট্ট আলিঙ্গনে সে ভুলে যাবে সব যন্ত্রের যন্ত্রণা
তুমি চাইলে সে বিকিয়ে দেবে তার কাঁকন,বিবর্ণ স্বপ্নের স্ফুরণ
ফেলে এসো রক্তের ভিতর সাত পুরুষের সীমানা
তবে নদীর মত না, ভাঙ্গনের সীমা বদলে
আপন করো তাকে, মেরুন রঙের ফ্রেমে
আজ বাতাসে সেই পোড়ামাটির গন্ধ নই -থাকুক তোমার আগমনের গন্ধ
বৃষ্টির এক ফোঁটা স্পর্শে থাকুক তোমার অধরের ছোঁয়া
তোমার বুকে আজ মানুষের গন্ধ নয়, প্রেমিকের গন্ধ
বৃষ্টি ভেজা পায়ের আলতার রঙে আবার আঁকা হোক তোমার আঙিনা
তোমার ভালবাসায় সে আবার মাতাল হোক —
অলস মনে বসে আছে একজন
নগ্ন পায়ের আলতা, বৃষ্টির জলে রক্তক্ষরণ
তার লাল ভিজে শাড়ি থেকে চুয়ে পড়ছে ভালবাসা
কারো তৃষ্ণার্ত ভালবাসার অধর ছুঁতে
সে উন্মাদ-উপোষী,
তার পৃথিবীর বাতাসের সবটুকু জুড়ে শুধুই
ভালবাসার ফিসফিস গুঞ্জন
পতঙ্গ হয়ে সে পুড়ে মরতে চাই তোমার ভালবাসা-যন্ত্রণার আগুনে
হাজার বছরের অপেক্ষা তার সে পুড়ে মরবে তোমার আগুনে
তুমি কি ভালোবাসো না তার শরীরের অন্ধকার?
যেখানে লুকিয়ে থাকে সকল প্রেমিকের ভালবাসা
একবার হাত বারাও,হাতে হাত রাখো
চুম্বনে চুম্বনে ঢেকে দাও তার সকল অভিমান
তোমার ছোট্ট আলিঙ্গনে সে ভুলে যাবে সব যন্ত্রের যন্ত্রণা
তুমি চাইলে সে বিকিয়ে দেবে তার কাঁকন,বিবর্ণ স্বপ্নের স্ফুরণ
ফেলে এসো রক্তের ভিতর সাত পুরুষের সীমানা
তবে নদীর মত না, ভাঙ্গনের সীমা বদলে
আপন করো তাকে, মেরুন রঙের ফ্রেমে
আজ বাতাসে সেই পোড়ামাটির গন্ধ নই -থাকুক তোমার আগমনের গন্ধ
বৃষ্টির এক ফোঁটা স্পর্শে থাকুক তোমার অধরের ছোঁয়া
তোমার বুকে আজ মানুষের গন্ধ নয়, প্রেমিকের গন্ধ
বৃষ্টি ভেজা পায়ের আলতার রঙে আবার আঁকা হোক তোমার আঙিনা
তোমার ভালবাসায় সে আবার মাতাল হোক —