সম্পর্ক ও এর সাথে থাকা গোপনীয়তা ও একটি অভিমত

0
প্রতিটি সম্পর্কের ভিত্তিতে থাকে সীমাহীন গোপনীয়তা। আমরা বলি আমাদের সম্পর্কে কোন কিছু গোপন নেই সত্যি কি তাই? কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা কি অজানা রয়ে যাই না?আমার কাছে মনে হয় রয়ে যাই। যখন অতি বুদ্ধিমান বা অনুভুতি সম্পন্ন মানুষ সেই গোপনীয়তাকে আঘাত করে কাছে যাবার জন্য তখন একটি নির্দিষ্ট সম্পর্কের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে।

১ অনেক দিনের না বলা কথা বলতে পেরে মানব মন শান্ত হয়, আঁকড়ে ধরে সেই মানুষটাকে যে এত দিনের গোপন কথা প্রান খুলে বলার সুযোগ দিয়েছে।

২ গোপন ও একান্ত অঞ্চলে আঘাত আনার অপরাধে ঐ মানুষ টাকে দূরে সরিয়ে দেই, এড়িয়ে যেতে শুরু করে।

৩ গোপনীয়তা বাড়ছে বলে অভিমানে আরও অনেক প্রকাশ করার মত জিনিসও গোপন হয়ে যেতে শুরু করে।

হইতো এই গোপনীয়তা ভাঙবে আবার অন্য কারো আঘাতে।

বিষয় টা এমন নয় যে আপনি একটা সম্পর্কে আঘাত করার পর প্রান খুলে কথা বলার সুযোগ পেলেন ঐ মানুষের কাছে থেকে তার মানে এই নয় যে সব সময়ই পাবেন, মিশ্র অবস্থা সৃষ্টি হতে পারে, তবে তিন অবস্থার মধ্যে এক অবস্থার প্রভাব বেশি থাকবে।এই মিশ্র অবস্থার জন্য মাঝে মাঝে মনে হতে পারে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে

আমার ধারনা এই টুকু বলে.....................কারো ভিন্ন মত থাকলে জানতে চাচ্ছি

0 comments: