ছোট্ট পৃথিবী
0
আমার একটা ছোট্ট পৃথিবী আছে,
একটা চারকোনা বিশাল সৌরজগতের ছোট্ট একটা কোণা
ছোট্ট দুইটা টেবিল একটা চেয়ার,একটা বেডএকটা চারকোনা বিশাল সৌরজগতের ছোট্ট একটা কোণা
টেবিলে ছড়িয়ে আছে অসংখ্য বই
যেমন ডাস্টবিনে ছড়িয়ে থাকে ময়লাপুড়ে গেছে জীবন,জীবনের অত্যাচারেস্বপ্ন হারানোর ঘোরে
নিঃশব্দের এক কোণে লুকিয়ে কাঁদাশরীরের কোষে লুকিয়ে থাকা সপ্নবাজ পোকাগুলোখেয়ে নিচ্ছে শরীরের সমস্ত রক্ত,বেঁচে থাকার সমস্ত শক্তিমাঝে মাঝে সমস্ত পৃথিবী জুড়ে নেমে আসে আমার একাকীত্বস্বপ্নের ঘোরে উত্তেজনায় কেঁপে ওঠে সমস্ত মন,মনে হয় এক নিঃশ্বাসে বদলে দেই সকল মানুষের মন কেকিন্তু আবেগ গুলো জ্বলে উঠে ম্যচের কাঠির মত, জ্বলেই আবার অন্ধকার।