রূপকথা
0
আমার গালে লেগে থাকা তোমার চোখের কাজলের মায়া
লজ্জায় লাল হয়ে আমার বুকে লুকিয়ে যাওয়া
লাজুক ঠোঁটে আষাঢ়ের প্রথম গান
আজ সেইসব থেকে দূরে থাকা,
শুধু তোমাকে নিয়ে রাতের আকাশে স্বপ্নের ঘুড়ি ওড়া।
নীল শাড়ির ভাঁজে লুকিয়ে থাকা আমার শরীরের গন্ধ
রিনিঝিনি চুড়ির শব্দে আমার ভেসে যাওয়া
ঘুম ঘুম ঘুমের মায়ায় তোমাকে নিয়ে আবার নতুন এক স্বপ্ন দেখা
চাই আবার সময় অফুরন্ত,তোমার ভিতরে লুকিয়ে যেতে
ভেসে যেতে সেই আগের স্রোতে
শত শত বসন্তের আদরে আবার তোমাকে নতুন করে গড়তে।
আবার আমার কবিতায় তোকে খুজে পাওয়া
ঝুম ঝুম বর্ষার ঝরা দিনে আবার তোমার হাত ধরা
ভেবো না
সব মিছে আশা,শুধু বলার জন্য বলা
আবার আসবো আমি হয়ে তোমার জীবনে ছন্দের উপকথা
জীবনের বৃত্তায়নে আবার তোমার পাশে আসবো আমি
হয়তো নিয়ে কোন এক নতুন রুপকথা।
লজ্জায় লাল হয়ে আমার বুকে লুকিয়ে যাওয়া
লাজুক ঠোঁটে আষাঢ়ের প্রথম গান
আজ সেইসব থেকে দূরে থাকা,
শুধু তোমাকে নিয়ে রাতের আকাশে স্বপ্নের ঘুড়ি ওড়া।
নীল শাড়ির ভাঁজে লুকিয়ে থাকা আমার শরীরের গন্ধ
রিনিঝিনি চুড়ির শব্দে আমার ভেসে যাওয়া
ঘুম ঘুম ঘুমের মায়ায় তোমাকে নিয়ে আবার নতুন এক স্বপ্ন দেখা
চাই আবার সময় অফুরন্ত,তোমার ভিতরে লুকিয়ে যেতে
ভেসে যেতে সেই আগের স্রোতে
শত শত বসন্তের আদরে আবার তোমাকে নতুন করে গড়তে।
আবার আমার কবিতায় তোকে খুজে পাওয়া
ঝুম ঝুম বর্ষার ঝরা দিনে আবার তোমার হাত ধরা
ভেবো না
সব মিছে আশা,শুধু বলার জন্য বলা
আবার আসবো আমি হয়ে তোমার জীবনে ছন্দের উপকথা
জীবনের বৃত্তায়নে আবার তোমার পাশে আসবো আমি
হয়তো নিয়ে কোন এক নতুন রুপকথা।