শিরোনামহীন

0
স্বপ্ন বেদনার নাগপাশে বাঁধা জীবন।
খেয়ালের ভিড়ে আছে হাজার স্বপন
নিস্প্রান মানবদেহে খুঁজি মানবতার হৃদস্পন্দন
গোধূলির আলো ছায়ায় শত মিথ্যা প্রেমের বন্যায় বয়ে চলা।
রাস্তায় ছড়িয়ে পরা রোদের ঝলকানি অথবা শীতের রাতে একা একা বসে নিঃসঙ্গ বিদ্রোহী স্বপ্নের দুর্নিবার জাল বোনা।
হয়না করা এখন কোনো শিল্প, রীতি বা সত্যের সাধনা
নেই হৃদয়ে প্রেম প্রীতি করুণার আলোড়ন,

0 comments: