আমরা ক জন নবীন মাঝি, হার্ট ধরেছি শক্ত করে রে

0
মেডিকেল এ ভর্তির পর থেকে পড়ার নানা অত্যাচারে জর্জরিত হয়ে লিখলাম এই প্যারোডি।তবে দুঃখিত এই সুন্দর ইতিহাস বিজড়িত গানটাকে বিকৃত করার জন্য



আমরা ক জন নবীন মাঝি, হার্ট ধরেছি শক্ত করে রে,
মাংস ছাড়া এই হাড়ের সাগর পাড়ি দেব রে
জীবন কাটে পেন্ডিং খেয়ে
পাস এর মায়া সাঙ্গ করে
পাস এরও স্বাদ নাহি পাই

পড়ার সীমানা নাই
দিন রাত্রি জানা নাই 
জানার সীমানা সঠিক নাই

জানি শুধু পড়তে হবে
পাস তো করতে হবে
আমি যে ডাক্তার হবো রে......

জীবন এর রঙ এ মন কে টানে না 
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জ্যোৎস্নার দৃশ্য চোখে পরে না
মেয়েরা তো ভুলে কভু ডাকে না


ফেল এর ঐ রুদ্র ঝড়ে
সাপ্লি যখন এসে পরে
পেন্ডিং আইটেম আরও বেড়ে যাই

হাত ছানি দেই প্রিয়া আমায়
হঠাৎ দেখি সে কার সাথে যাই
দেখি ঐ পদ্মার পারে যাই

তবু জানি পড়তে হবে
ডাক্তার তো হতেই হবে
যতই ঝড় উঠুক সাগরে।

0 comments: