আমাদের সমাজের চুপকথা

0
বউয়ের বাঙ্গালীপনা ভালো লাগে না । আবার যখন বিয়ে করতে যাবে তখন শুদ্ধ মেয়ে ছাড়া বিঁয়ে করবে না ।সেই মেয়েকে বিয়ে করবে, সেই মেয়েকে কাছে পেতে চাবে, সেই মেয়ের সাথে প্রেম করবে যাকে আজ পর্যন্ত কেউ স্পর্শ করে নি।


অদ্ভুত এই সমাজ......কোন মেয়ে একবার ধর্ষণ হলে তাকে ভালোবাসা যায় না, তাঁর সাথে সংসার করা যায় না, সে খারাপ অতি খারাপ কিন্তু প্রতি রাতে যে মেয়েটা ধর্ষিতা হয় তাকে ঘরে নিয়ে এসে মনের সব কামনা ঠিকই মেটানো যায় । সবার নেশা,সবার মাদকতা মেটাতে মেটাতে, প্রতি রাতে হাত বদল হতে হতে এই মেয়েগুলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে আর খুঁজে পায় না , কিন্তু তার পরও তাদের শোষণ করা শেষ হই নি আমাদের, আরও বাকি আছে।

এ হল আমাদের জীবনের অতি চেনা প্রতিদিনের চুপকথা যা যাই না কাউকে বলা।

0 comments: